<p>নিষেধাজ্ঞার মেয়াদ শেষে করে আর্জেন্টিনা দলে ফিরলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এর আগে আপত্তিকর আচরণের দায়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।</p> <p>গত ৬ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ম্যাচে মাঠে অশোভন আচরণ করেছিলেন এমিলিয়ানো। অপরাধের প্রমাণ পেয়ে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে ফিফার শৃঙ্খলা বিষয়ক কমিটি। যার কারণে গত ১১ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বাছাইয়ের ম্যাচে তাকে পায়নি আর্জেন্টিনা।</p> <p>গতকাল মঙ্গলবার দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের আর্জেন্টিনার ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ স্কালোনি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ২৩ বছর বয়সী মিডফিল্ডার এঞ্জো বারেনেচেয়া। আগের দল থেকে বাদ পড়েছেন গোলরক্ষক হুয়ান মুসসো ও ডিফেন্ডার হুলিও সোলার। সুযোগ পাননি ডিফেন্ডার মার্কোস আকুনিয়া ও ফরোয়ার্ড পাওলো দিবালা।</p> <p>বাছাইপর্বে আগামী ১৫ নভেম্বর প্যারাগুয়ের মাঠে খেলতে নামবে তার দল। পাঁচদিন পর ২০ নভেম্বর নিজেদের মাঠে পেরুকে মোকাবিলা করবে তারা। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। </p> <p>আর্জেন্টিনা স্কোয়াড:</p> <p>গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়ালতার বেনিতেজ, জেরোনিমো রুলি;</p> <p>ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, জার্মান পেজ্জেয়া, লিওনার্দো বেলার্দি, নিকোলাস ওতামেন্দি, নেহুয়েন পেরেজ, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো;</p> <p>মিডফিল্ডার: এঞ্জো ফার্নান্দেজ, লেয়ান্দ্রো পারেদেস, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার, জিওভানি লো সেলসো, এঞ্জো বারেনেচেয়া, থিয়াগো আলমাদা, ফাকুন্দো বুনানোত্তে, নিকো পাজ;</p> <p>ফরোয়ার্ড: লিওনেল মেসি, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, ভালেন্তিন কাস্তেয়ানোস।</p>