<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পর্যটনকেন্দ্রে যেতে প্রশাসনের বাধা তুলে নেওয়ায় ফের খাগড়াছড়ি ও সাজেক পর্যটকের জন্য উন্মুক্ত হয়েছে। তবে পর্যটনের দুয়ার খোলার প্রথম দিন গতকাল মঙ্গলবার আশানুরূপ পর্যটকের দেখা পাওয়া যায়নি খাগড়াছড়িতে। সাজেকেও যেতে দেখা যায়নি উল্লেখযোগ্য পর্যটককে। পর্যটন খুলে দেওয়া হলেও গতকাল বিকেল পর্যন্ত খাগড়াছড়ির আলুটিলা, রিছাং ঝরনা, জেলা পরিষদ পার্ক, মায়াবিনী লেকসহ পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকের ভিড় নেই।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জিপ মালিক সমিতি ও সিএনজি সমিতির কাউন্টার থেকে জানানো হয়, মঙ্গলবার সকালে ২০টির মতো পিকআপ ও জিপ এবং ১৫টি অটোরিকশা-মাহিন্দ্র দিয়ে পর্যটকরা সাজেকে গেছেন। এর বাইরে বেশ কয়েকটি মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িও সাজেক গেছে। অবশ্য সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানান, পাঁচ শতাধিক পর্যটক সাজেকে অতিথি হয়ে উঠেছেন। প্রতিদিনই সেখানকার রিসোর্ট-কটেজে বুকিং বাড়ছে।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান পর্যটকদের আগমনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।</span></span></span></span></span></p>