<p>ভুটান-নেপালের জন্য মোংলা বন্দর খুবই উপযোগী। কারণ এখানে সড়ক, নৌ ও রেলপথ বিদ্যমান রয়েছে। মোংলা বন্দরকে ঘিরে আখাউড়া ও বাল্লা স্থলবন্দর সচল করা হচ্ছে। ভারতের অর্থায়নেও মোংলা বন্দরের উন্নয়ন করা হবে। চীন ও ভারতের উন্নয়ন প্রকল্প দুইটি বাস্তবায়ন হলে মোংলা বন্দরের চেহারা আগামী দুই বছরের মধ্যে পরিবর্তিত হবে। </p> <p>নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন (অব.) বুধবার সকাল সোয়া ১০টায় মোংলা বন্দর জেটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।</p> <p>নৌ উপদেষ্টা বলেন, ৭০/৭৫ বছরের পুরোনো পোর্ট মোংলা। এ পোর্টটি তেমনভাবে প্রচারিত নয়। এর অনেক ভবিষ্যৎ আছে। কিন্তু ভবিষ্যতের জন্য এ পোর্টটি যেভাবে তৈরি করার কথা এতো দিনে এখনো তা হয়নি। এখানে কনটেইনার টার্মিনাল নেই। অতিসত্বর একটি চুক্তি হতে যাচ্ছে চীনের সঙ্গে। এ চুক্তির কাজ দুই বছরের মধ্যে শেষ হবে। ফলে এখানে কনটেইনার টার্মিনাল হবে। তাতে চট্টগ্রামের ওপরও চাপ কমবে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মোংলায় মাদরাসা সুপারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/22/1729593901-44e3c7bd1e3e5173b984fafcc94d96bf.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মোংলায় মাদরাসা সুপারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/22/1437913" target="_blank"> </a></div> </div> <p>মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. শাহীন রহমানসহ বন্দরের অন্যান্য পদস্থ কর্মকর্তারা। </p> <p>এর আগে মঙ্গলবার দুপুরে উপদেষ্টা সাখাওয়াত হোসেন মোংলা বন্দর পরিদর্শনে আসেন। ওই দিন তিনি বন্দরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও বন্দরের পশুর চ্যানেল পরিদর্শন করেন। বুধবার সকালে তিনি বন্দরের ভিটিএমআইএস, বন্দর জেটি ও ওয়েস্ট ম্যানেজমেন্ট এরিয়া পরিদর্শন করেন। পরে সকাল ১১টার দিকে ঢাকার উদ্দেশে মোংলা ত্যাগ করেন।</p>