<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহ নগরীর খাগডহর এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে আগুনে দুজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে আরো অন্তত ছয়জন। গতকাল সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহত ব্যক্তিরা হলেন প্রাইভেট কার চালক মো. হিমেল (২৫) ও আব্দুল কুদ্দুস (৮৫) । হিমেল ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে। আহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন আবুল হোসেন (৪৫) ও আব্দুল মালেক (৫০)। পাম্পটির নাম আজহার ফিলিং স্টেশন ও ইন্ট্রাকো সিএনজি গ্যাস পাম্প। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের পর পরই দগ্ধ হয়ে হিমেল ঘটনাস্থলেই মারা যান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগুন লাগার পর দ্রুত আমরা ঘটনাস্থলে যাই। আমাদের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাম্পের গ্যাসলাইন ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মোফাজ্জল হোসেন বলেন, ময়মনসিংহ থেকে তিনটি, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে দুটি, মুক্তাগাছা থেকে আরো দুটি গাড়ি দুর্ঘটনাস্থলে ছুটে যায়। দুর্ঘটনার পর তারা ঘটনাস্থলে গিয়ে সেখানে কাউকেই পাননি। পাম্পের লোকজন সম্ভবত ভয়ে আড়ালে চলে গেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এর পরই প্রকৃত কারণ জানা যাবে। এদিকে দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে উত্সুক জনতার ভিড় জমে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ফায়ার সার্ভিসকে কাজে সহায়তা করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে ছুটে আসেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>