<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই-আগস্টে প্রতিবাদ বিক্ষোভে আহত শিক্ষার্থীদের বিশেষায়িত চিকিৎসাসেবা দিতে যুক্তরাজ্যের জরুরি মেডিক্যাল দল বাংলাদেশে এসেছে। গতকাল দলটি কাজও শুরু করেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকায় ব্রিটিশ হাইকমিশন গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক অনুরোধে ও ব্রিটিশ সরকারের অর্থায়নে এই মেডিক্যাল টিম পরিচালিত হচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেডিক্যাল টিমে একজন অর্থোপেডিক সার্জন, একজন ফিজিওথেরাপিস্ট এবং পুনর্বাসন বিশেষজ্ঞ এবং একজন ক্লিনিক্যাল সমন্বয়কারী রয়েছেন। তাঁরা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) কাজ করবেন।</span></span></span></span></span></p>