<p>গত কয়েক দিন দেশের কোথাও কোথাও আংশিক ও অস্থায়ী বৃষ্টিপাত হয়েছে। এতে রাত ও দিনের তাপমাত্রায় কিছুটা পার্থক্য দেখা গেছে। আবহাওয়া অধিপ্তরের তথ্য মতে, আগামী তিন দিন দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়াও থাকবে শুষ্ক। এতে রাত ও দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে।</p> <p>গতকাল শুক্রবার দেশের বিভিন্ন আবহাওয়া স্টেশনে পর্যবেক্ষণ ডাটা বিশ্লেষণে দেখা গেছে, এদিন সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজার ও পটুয়াখালীতে, ১৭ মিলিমিটার। এ ছাড়া শ্রীমঙ্গলে ১৩, গোপালগঞ্জ ও চট্টগ্রামে ১০, রাজারহাটে সাত, সন্দ্বীপে পাঁচ, তেঁতুলিয়া ও মাদারীপুরে তিন মিলিমিটার এবং ফরিদপুরে সামান্য বৃষ্টিপাত হয়েছে।</p> <p>আবহাওয়া অধিপ্তরের পূর্বাভাসে জানানো হয়, গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।</p> <p>আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে আগামী কয়েক দিন দেশের আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।’</p> <p> </p>