<p>জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে জ্ঞানের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, উন্নত জাতি গঠনে নতুন নতুন জ্ঞানের প্রয়োজন। তাই বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার মাধ্যমে নতুন নতুন জ্ঞান সৃষ্টি করে যাচ্ছে।</p> <p>গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীতে বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এসব কথা বলেন। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে নগরীর চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণী উৎসব হয়।</p> <p>অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘সুন্দর স্বপ্নে ভরা বই আমরা তোমাদের হাতে তুলে দিয়েছি। এসব বই একেকটি জ্ঞানের আধার। মানুষের জ্ঞান দরকার। জ্ঞান অর্জন করা গেলে দূরকে দেখা যায়। গভীরতাকে বোঝা যায়। শান্তভাবে সমস্ত কাজ করা যায়। তাই জ্ঞান অর্জনের বিকল্প নেই।’</p> <p>অনুষ্ঠানে নগরীর ৯৩টি স্কুলের প্রায় ১৫ হাজার ছাত্র-ছাত্রী অংশ নেয়। তাদের মধ্যে পাঁচ হাজার ৫০৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘বই পড়লে আলোকিত হওয়া যায়। চিন্তাধারা স্বচ্ছ হয়। শুধু বই পড়া নয়, ঘরের বাইরেও বের হতে হবে। যেতে হবে নীল আকাশের সামনে। বিশাল পর্বতের মুখোমুখি দাঁড়াতে হবে। ঘুরে বেড়াতে হবে অরণ্যের ভেতরে। মাছি ঘোরে ময়লার ওপর। মৌমাছি ফুলের ওপর উড়ে বেড়ায়। তোমরা মৌমাছি হও। মাছি নয়।’</p> <p>পুরস্কার বিতরণী উৎসবে প্রতিটি স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের স্বাগত পুরস্কার, শুভেচ্ছা পুরস্কার, অভিনন্দন পুরস্কার ও সেরা পাঠক পুরস্কার শিরোনামের চারটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।</p> <p> </p> <p> </p> <p> </p>