<p>বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, দীর্ঘ ১৭ বছরে বিনা ভোটের শেখ হাসিনা সরকার উন্নয়নের নামে দেশে লুটপাট করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশের অর্থ পাচারকারীদের জনগণ কোনো দিন ক্ষমা করবে না।</p> <p>দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে বিএনপির হাজার হাজার নেতাকর্মী জেল-জুলুম ও শহীদ হওয়ার মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। আগামীতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। তা না হওয়া পর্যন্ত ষড়যন্ত্র মোবাকেলায় ভেদাভেদ ভুলে দলের সকলস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।</p> <p>বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও লতিফপুর ইউনিয়নের প্রয়াত বিএনপির নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার সন্ধ্যায় মির্জাপুরে এক স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।</p> <p>শুক্রবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার লতিফপুর ইউনিয়নের গোড়াকী ঈদগা মাঠে অনুষ্ঠানে লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনির সভাপতিত্বে অন্যদের মধ্যে মির্জাপুর পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মহসীন, সাবেক সহসভাপতি হাজী সোহরাব হোসেন, খন্দকার মোবারক হোসেন ও মো. দুলাল মিয়া, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. তোজাম্মেল হোসেন প্রিন্স, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান, উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধা, সদস্য সচিব আলী আজম খান উথান, উপজেলা যুবদল নেতা মো. হাসান উদ্দিন লিটন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান শপথ ও আরিফুজ্জামান শাহীন, মির্জাপুর পৌর কৃষক দলের আহবায়ক মো. মান্নান খান মান্না, সদস্য সচিব মো. সোলাইমান শেখ প্রমুখ বক্তৃতা করেন।</p> <p>সভার শুরুতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সদস্য লতিফপুর ইউনিয়নের বাসিন্দা প্রয়াত ডা. আইন উদ্দিন, খন্দাকার জয়নাল আবেদীন, মো. গোলাম মোস্তফা, মো. বেলাল দেওয়ান, খাজা মোস্তফার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।</p>