<p>কুমিল্লার লাকসামে ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৩৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই মাদক কারবারি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাজঘাট সিন্নিপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। ওই মাদক কারবারি এলাকায় ডাক্তার সাব নামে পরিচিত।</p> <p>শুক্রবার (১ নভেম্বর) দুপুরে লাকসাম থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছেন।</p> <p>লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার রাজঘাট সিন্নিপাড়া এলাকা থেকে ৫৩ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব‍্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগে ২০০৫ ও ২০১৫ সালে লাকসাম থানায় দুইটি এবং ২০১২ সালে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা রুজু হয়েছিল।</p> <p>লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব‍্যবসায়ী দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব‍্যবসা করে আসছে।</p> <p>তিনি জানান, পুলিশ বার বার তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠালেও জামিনে বের হয়ে এসে আবারও মাদক ব‍্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে।</p> <p>শুক্রবার তাকে আদালতের মাধ‍্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদক কারবারের দায়ে লাকসাম ও চৌদ্দগ্রাম থানায় পৃথক তিনটি মামলা রয়েছে।</p>