<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তুরস্কের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দেশে ফিরেছেন হাফেজ মুয়াজ মাহমুদ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ দেশের শীর্ষ আলেমরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপের হাত থেকে প্রথম স্থান অর্জনকারী হিসেবে ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন হাফেজ মুয়াজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্স অ্যাকাউন্টে প্রতিযোগিতার কথা তুলে ধরে বিজয়ীদের প্রশংসা করেন এরদোয়ান। তিনি লিখেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি কারি, হাফেজ ও ৯৪ জন প্রতিযোগীকে অভিনন্দন জানাই, যাঁরা আন্তর্জাতিক পবিত্র কোরআন হিফজ ও তিলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। তা ছাড়া বিচারকের দায়িত্ব পালনকারী সম্মানিত শিক্ষক এবং এই সুন্দর কার্যক্রমে যাঁরা অবদান রেখেছেন তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্বের স্বাক্ষর রাখায় হাফেজ মুয়াজের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলহামদুলিল্লাহ, দীর্ঘ আট বছর পর তুরস্কে আবারও বাংলাদেশের বিশ্ব জয়। ইসলামী ঐতিহ্যের স্মৃতিবিজড়িত তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে রাজধানীর মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ। ২০১৬ সালের পর বাংলাদেশ থেকে হাফেজ মুয়াজ মাহমুদ প্রথম তুরস্কে এই সফলতার গৌরব অর্জন করে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাফেজ মুয়াজ রাজধানীর মিরপুর-১-এর মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর কিতাব বিভাগের শিক্ষার্থী। এর আগে গত ২১ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীর পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তিনি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রসঙ্গত, গত ২৮ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আন্তর্জাতিক এই প্রতিযোগিতার বাছাই পর্ব হয়। ওই সময় হাফেজ মুয়াজ মাহমুদ দেশের শতাধিক মেধাবী হাফেজের মধ্যে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হন।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>