<p>বাংলাদেশের খেলাধুলাকে রাজনীতিই ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ (বীরবিক্রম)। তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে রাজনীতিতে যেমন দুর্বৃত্তায়ন হয়েছে, তেমনি ক্রীড়াঙ্গনেও দুর্বৃত্তায়ন হয়েছে। সে জন্যই ফুটবলের এই দুর্দশা। ফুটবলসহ সব খেলাধুলাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হলে আরো বিনিয়োগ করতে হবে এবং একে রাজনীতিমুক্ত করতে হবে।’</p> <p>গতকাল শুক্রবার ঢাকার আরামবাগে ‘সোনালী অতীত ক্লাবের’ মাঠে হাফিজ উদ্দিন আহম্মদ এই কথা বলেন। </p> <p>হাফিজ উদ্দিন আহম্মদ বলেন, ‘অতীতে খেলার মাঠে কোনো রাজনীতি ছিল না। আগের মতো ক্রীড়া সংগঠকও দেখা যায় না। এখন যাঁরা ক্রীড়া সংগঠক হন, তাঁরা বিভিন্ন রাজনৈতিক দলের পাণ্ডা বা ধান্দাবাজ। তাঁরা নিজেদের লাভের জন্য ক্রীড়াঙ্গনে আসেন। বিগত সরকারের আমলে মোহামেডানসহ বিভিন্ন ক্লাব ক্যাসিনোকাণ্ডে জড়িয়ে পড়েছিল। নতুন বাংলাদেশে ক্রীড়াঙ্গনেও স্বাধীনতা চাই।’</p> <p>সাফজয়ী নারী ফুটবল দলকে অভিনন্দিত করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘নারী ফুটবল দল অনেক ভালো খেলেছে। প্রথম দিকে নারী ফুটবলে অনেক বাধা এসেছিল। এসব বাধা অতিক্রম করে তারা খেলে গেছে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে। তাদের অর্জনে আমরা খুবই আনন্দিত।’</p>