<p style="text-align:justify">চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর গ্রামে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. মিন্টুকে (৫২) গ্রেপ্তার করতে গিয়ে আটজন পুলিশ সদস্যের একটি দলের ওপর হামলা ও আসামি কেড়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সন্তোষপুর বাজারে এ ঘটনার পর মামলা করেন গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) তারেক মাহমুদ।</p> <p style="text-align:justify">মামলায় ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার পর যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান শুরু করে ১৩ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।</p> <p style="text-align:justify">গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে বলেন, অভিযানে আসামি মিন্টুকে গ্রেপ্তার করা যায়নি। এ ছাড়া গত শুক্রবারের ঘটনায় পুলিশের অস্ত্র, হ্যান্ডকাফ বা অন্য কিছু খোয়া যায়নি। </p> <p style="text-align:justify">তিনি বলেন, মিন্টু গত ৩০ অক্টোবর থানায় দায়েরকৃত একটি নিয়মিত মামলার আসামি ছিলেন। তাকে ধরতে গিয়ে হামলার শিকার হন পুলিশ দল। এতে তিনজন পুলিশ সদস্য আহত হন। রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।</p> <p style="text-align:justify">হামলার শিকার পুলিশ দলের সদস্য ও গোমস্তাপুর থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, গত বৃহস্পতিবার বিকেল ৫টার পর পুলিশ সাদা পোশাকে সন্তোষপুর বাজার এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা ৬টার পর আসামি লিটনকে বহনকারী সিএনজি অটোরিকশায় ওঠায়। অটো ছাড়ার সময় লিটনের অনুসারী ও স্থানীয়রা অটো ঘিরে ধরে হামলা করে। </p> <p style="text-align:justify"><br />  </p>