<p>কয়েক দিন আগে ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ‘চক্র’ সিরিজটি। ১৬ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ জন সদস্য আত্মহত্যা করার ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এটি। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। দেশব্যাপী তোলপাড় করা সেই ঘটনার অনুপ্রেরণায় সম্প্রতি দীর্ঘ ওয়েব সিরিজ ‘চক্র’ নির্মিত হয়। তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ অভিনীত লোমহর্ষক গল্পের সিরিজটি দর্শক পছন্দ করেন। দেখেছেনও বেশ। তারই সফলতায় আয়োজন করা হয়েছিল সাকসেস পার্টির। প্রমোশন পার্টনার হাভাস মিডিয়ার অফিসে গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে ‘চক্র’ টিম কেক কেটে সাকসেস উদযাপন করে। শুধু তা-ই নয়, ‘সিজন ২’ নির্মাণের ঘোষণা দেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।</p> <p>এমন সাকসেস পার্টিতে উপস্থিত ছিলেন পরিচালক ভিকি জাহেদ, তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, এ কে আজাদ সেতু, শাহেদ আলীসহ সিরিজটির সঙ্গে জড়িত শিল্পী কলাকুশলীরা।</p> <p>নির্মাতা ভিকি জানান, ‘পরিকল্পনা রয়েছে ২০২৫ সালের মার্চ-এপ্রিল নাগাদ দর্শকদের ‘চক্র ২’ মুক্তির। যেটি সাত পর্বের সিরিজ হিসেবে আসবে।’</p> <p>তিনি বলেন, ‘সিজন ২’ নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে এবং গল্পটা যেখানে রয়েছে সেখান থেকে নতুন সিজন আসবে। প্রথম সিজনে ২০ পর্ব হলেও সম্পূর্ণ গল্প দেখানো যায়নি। কারণ প্লট অনেক বিস্তৃত। পরের গল্পটি আমার মাথায় রয়েছে।’</p> <p>তিনি বলেন, ‘শুরুতে ভয়ে ছিলাম এত বাধা-বিপত্তির পেরিয়ে এমন কনটেন্ট দর্শক দেখবে কি না! কিন্তু রিলিজের পর খুব ভালো ফিডব্যাক পেয়েছি যেটি রেজাল্ট হচ্ছে আজকের সাকসেস পার্টি।’</p> <p>চক্রর মাধ্যমে ওটিটিতে অভিষেক হয় তৌসিফ মাহবুবের। কাজটির মাধ্যমে তিনি দর্শকের কাছ থেকে অনেক বেশি সাড়া পেয়েছেন। তিনি বলেন, “আমার ওটিটির প্রথম কাজটিই ‘সিজন ২’ আসছে। এর মানে দর্শক পছন্দ করেছেন। দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার নাটকের অভিষেক হয় ‘অলটাইম দৌড়ের ওপর’ দিয়ে। ওটিটিতে হলো ‘চক্র’। প্রথম এই কাজগুলো আজীবন আমার কাছে স্পেশাল হয়ে থাকবে।”</p> <p>তাসনিয়া ফারিণ বলেন, “‘চক্র ২’ হতে যাচ্ছে। আমি খেয়াল করেছি পুরো সিরিজ দেখে অনেক দর্শক এরপর কী হবে দেখার আগ্রহ প্রকাশ করেছেন। অডিয়েন্সের ডিমান্ডেই ‘সিজন ২’ আসছে। এটা একেবারে অন্য রকম ধাঁচের একটা কাজ যা সচরাচর করার সুযোগ হয় না।”</p> <p>‘চক্র’ স্ট্রিমিং হচ্ছে আইস্ক্রিনে। ‘বিনোদনের  দুনিয়া’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা আইস্ক্রিন কর্তৃপক্ষ জানায়, ‘চক্র’ প্রথম পাঁচ পর্ব ফ্রি-তে দেখা যাচ্ছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত দর্শকরা এই প্রথম পাঁচ পর্ব ফ্রি-তে দেখতে পাবেন। পরবর্তীতে দেখতে হলে শুরু থেকেই সাবস্ক্রাইব করতে হবে।</p>