<p>বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে গতকাল শুক্রবার ‘স্বেচ্ছাসেবী সংগঠন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪’ সিজন-১-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রংপুরে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন জায়গা পরিষ্কার করেছে শুভসংঘের উপজেলা শাখা। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—</p> <p><img alt="দিনাজপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল" height="40" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/18-11-2024/Rif/23-11-2024-p4-5.jpg" style="float:left" width="158" />বোচাগঞ্জ (দিনাজপুর) : এই টুর্নামেন্টে চারটি স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়। সংগঠনগুলো হলো দিনাজপুর সরকারি কলেজের বসুন্ধরা শুভসংঘ, যুব রেড ক্রিসেন্ট, বাঁধন ও গ্রীন ভয়েস।</p> <p>স্বেচ্ছাসেবী সংগঠন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪-এর সিজন-১ ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আল আব্দুল্লাহ। ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে বাঁধন বনাম বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখা। ফাইনাল খেলায় বাঁধন, দিনাজপুর সরকারি কলেজ ইউনিট জয়লাভ করে।</p> <p>প্রধান অতিথি দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আল আব্দুল্লাহ বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ নিঃসন্দেহ প্রশংসনীয়। মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমরা আশা করি, বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও এই এলাকায় তাদের এমন সব কার্যক্রম অব্যাহত রাখবে। আমরা পাশে থাকব।’</p> <p>এ ছাড়া আরো উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী, শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মো. জেহাদ সরকার, উপদেষ্টা সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন, গ্রীন ভয়েসের উপদেষ্টা মো. শরিফুল ইসলাম, আব্দুল মোমেন, এস এম আবদুল্লাহ আল ওমর ফারুক প্রমুখ। এ ছাড়া বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শাখার মো. রাসেল ইসলাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রাফি উপস্থিত ছিলেন।</p> <p>গঙ্গাচড়া (রংপুর) : বসুন্ধরা শুভসংঘ, শুভকাজে সবার পাশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে গঙ্গাচড়ার ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন জায়গা পরিষ্কার করে দিলেন বসুন্ধরা শুভসংঘ গঙ্গাচড়া উপজেলা শাখা। গতকাল সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু করে দুপুর পর্যন্ত চলে।</p> <p>এ সময় উপজেলা শুভসংঘের সভাপতি রাহান কবির, সহসভাপতি মিরাজ বাবু, সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যকরী সদস্য সজিব মিয়া, তানজিন তুষারসহ নেতারা অংশ নেন এই পরিচ্ছন্নতা কাজে। সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ থেকে উপজেলাবাসীকে বাঁচাতে এবং সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে অঙ্গীকার করেছেন শুভসংঘের বন্ধুরা।</p> <p> </p>