<p>সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড পিএলসি (এসআইবিএল) থেকে এস আলম গ্রুপ নিয়ন্ত্রিত পর্ষদের নিয়োগ দেওয়া চট্টগ্রামের পটিয়ার ৫৭৯ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে ব্যাংকটির পরিচালনা বোর্ড। </p> <p>বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এসআইবিএলের মানব সম্পদ বিভাগ থেকে চিঠি দিয়ে চাকরিচ্যুত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। </p> <p>এর আগে, গত ২৯ অক্টোবর সোশ্যাল ইসলামি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) হেড অফিস ডিভিশনের মো. শাহরিয়ার খান স্বাক্ষরিত ৫৭৯ জন কর্মকর্তার নামে ইস্যুকৃত প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি থেকে আপনার পরিষেবার অবসান। নিয়োগ পত্রের ১০ নং ধারা অনুযায়ী, আপনার পরিষেবা এতদ্বারা সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি থেকে ১ নভেম্বর ২০২৪ থেকে বন্ধ করা হয়েছে। ব্যাংক থেকে আপনার পরিষেবা বন্ধ করা সত্ত্বেও আপনার চাকরির সময়কালে আপনার কাজ, ভুলে যাওয়া, অবহেলা বা কোনো ত্রুটির কারণে ভবিষ্যতে ব্যাংকের যেকোনো ধরনের ক্ষতির জন্য আপনি দায়ী থাকবেন। </p> <p>ব্যাংক সূত্রে জানা যায়, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় চাকরিচ্যুত এসব কর্মকর্তাদের চলতি বছরে চট্টগ্রামের পটিয়া থেকে পরীক্ষা ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি এক বোর্ড সভায় তাদের নিয়োগ বাতিল করার বিষয়টি চূড়ান্ত হয়েছে। আজ তাদের প্রত্যেককে চিঠি দিয়ে চাকরিচ্যুত করার কথা জানানো হয়েছে। </p> <p>বর্তমানে সোশ্যাল ইসলামি ব্যাংকের সারাদেশে ১৮৬ টি শাখায় ৪ হাজার ৭০০ কর্মকর্তা-কর্মচারী রয়েছে। তাদের মধ্যে প্রায় ২ হাজার কর্মকর্তা কর্মচারী চট্টগ্রামের পটিয়া থেকে এস আলম গ্রুপের নিয়োগপ্রাপ্ত। </p> <p>উল্লেখ্য, গত ২৫ আগষ্ট সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিয়েছিল বাংলাদেশে ব্যাংক। সেখানে পাঁচজন নতুন পরিচালক নিয়োগ পান। </p>