<p>কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরে আগুন লেগে ছয়টি বসতবাড়িসহ পুড়েছে ১২টি দোকান। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ২৬ সি ব্লকে এই ঘটনা ঘটে।</p> <p>এসব তথ্য নিশ্চিত করে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ইনচার্জ (যুগ্ম সচিব) আবদুল হান্নান বলেন, ক্যাম্পে চায়ের দোকান থেকে আগুন লেগে কয়েকটি দোকান পুড়ে গেছে। এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। </p> <p>নয়াপাড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি (নেতা) বদরুল ইসলাম জানান, বিকেলে হঠাৎ করে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প ২৬-এর সি ব্লকে আগুনের সূত্রপাত। পরে রোহিঙ্গা ও ফায়ার সার্ভিস সদস্যরা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর ও ১২টি দোকান পুড়ে গেছে।</p> <p>ক্যাম্পের বাসিন্দা মো. জাফর আলম বলেন, ক্যাম্পে বি-ব্লকের বাসিন্দা জালালের দোকানে হঠাৎ আগুন লাগে। এতে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হয়। এরপরও দোকান ও বসতঘর পুড়ে গেছে।</p>