<p style="text-align:justify">নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আব্দুর রশিদ (৫২) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক এমপি এ কে এম শামীম ওসমানসহ ৪১ জনের নামে মামলা করা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় আরো ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে। </p> <p style="text-align:justify">বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন। মামলাটি মঙ্গলবার গভীর রাতে করা হলেও বৃহস্পতিবার বিকেলে মামলা করার বিষয়টি জানা যায়।</p> <p style="text-align:justify">মামলায় সাবেক এমপি শামীম ওসমান ছাড়াও অন্য আসামিদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন হাজী, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, আওয়ামী লীগ কর্মী মামুন, শাহ জালাল, নাসির, রবিন ফকির ও হামজাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।</p> <p style="text-align:justify">মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড মহাসড়কে আন্দোলন চলাকালে আসামিরা ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা চালায়। আসামিরা মহাসড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়, আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর এলোপাতাড়িভাবে গুলি চালায়। এক পর্যায়ে বাদীর ডান হাতে গুলিবিদ্ধ হয় এবং পরে স্ট্রোক করেন। পরবর্তীতে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। গত ৩১ জুলাই চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আসেন। এখনো তিনি বাসায় চিকিৎসাধীন।</p>