<p>বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ময়মনসিংহে মানহানির দুই মামলা থেকে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের এক নম্বর আমলি আদালতের বিচারক এ কে এম রওশন জাহান এ আদেশ দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেন আদালত।</p> <p>সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৪ সালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রকিবুল ইসলাম রাকিব এবং সাবেক ছাত্রলীগ নেতা আশফাকুর রহমান শাওন বাদী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পৃথক দুটি মানহানি মামলা করেন। ২০১৫ সালে একটি এবং ২০১৭ সালে অন্য মামলাটি খারিজ করে দেন আদালত। মামলা খারিজ হয়ে গেলেও ওই দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল তারেক রহমানের বিরুদ্ধে। </p> <p>বেঞ্চ সহকারী মঞ্জুরুল হক বলেন, মামলা নিষ্পত্তি বা থানায় কোনো ওয়ারেন্ট বা অন্য কোনো নথি থাকতে পারে। এমন আশঙ্কায় বিবাদীপক্ষ রিকল করে মামলার পুরোপুরি নিষ্পত্তি চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা দুটি নিষ্পত্তির আদেশ দেন আদালত।</p>