<p>ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা তার শাসন আমলে দেশের গণতন্ত্রকে হত্যা করেছিলেন। স্বৈরাচারের দোসরদের আর কোনো ঠাঁই দেওয়া হবে না। স্বৈরাচারের কোনো দোসরকে আপনারা দলে ঠাঁই দিবেন না। তারা সুযোগ পেলেই দলের ক্ষতি করবে। </p> <p>শুক্রবার (১ নভেম্বর) কেরানীগঞ্জে বিএনপি ও তার অঙ্গসংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কালিন্দী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে চড়াইল খেলার মাঠে এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।</p> <p>বিএনপির এই নেতা আরো বলেন, ‘বাংলাদেশের মালিক জনগণ। এ বিশ্বাস বিএনপিকে রাখতে হবে। স্বৈরাচার, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, নিপীড়নকারী চলে গেছে। আমাদের পরিবর্তন হতে হবে। আমরা আবার সে দিকে চলতে পারব না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনাদের ন্যায়ের পথে চলতে হবে। এর বাহিরে যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা-আকাঙ্ক্ষা জেগেছে। যে নতুন সূর্য উঠেছে, সেটাকে মাথায় রাখতে হবে। রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। তা না হলে বেশি দিন টেকা যাবে না।</p> <p>কালিন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মেহেবুব হোসেনের সভাপতিত্বে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র সহসভাপতি শামীম হাসানসহ কেরানীগঞ্জ মডেল থানা যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।</p>