<p>আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ছাড়া নিয়ে আলোচনা থাকলেও আফগান সিরিজে অধিনায়কের দায়িত্বে তিনিই থাকছেন। এই সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে।</p> <p>১৫ সদস্যের একমাত্র নতুন মুখ পেসার নাহিদ রানা। পাঁচ টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন নাহিদ ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন। এ ছাড়া দলে ডাকা হয়েছে বাঁহাতি ব্যাটার জাকির হাসান ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। নাসুম সর্বশেষ ওয়ানডে খেলেছেন ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর বেশ লম্বা সময় জাতীয় দলের বাইরে ছিলেন এই বাঁহাতি স্পিনার।</p> <p>তবে জ্বরের কারণে এই সিরিজটি খেলা হচ্ছে না উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাসের। অসুস্থতার কারণে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্যঃসমাপ্ত দ্বিতীয় টেস্টটি খেলা হয়নি লিটনের। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ, বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও ব্যাটার এনামুল হক বিজয়।</p> <p><strong>আফগানিস্তান সিরিজের বাংলাদেশ দল :</strong><br /> নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।</p>