<p>সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. এ জেড এম জাহিদ হোসেন বলছেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস জাতির ঐক্যের দিন। এই চেতনাকে আবার পুনঃস্থাপিত করতে হবে। খাতাপত্র থেকে মুছে ফেলা হলেও দেশের মানুষের মন থেকে মুছে দেওয়া যায়নি।</p> <p>শুক্রবার (১ নভেম্বর) নগরের কুমারপাড়ায় মালঞ্চ ক‌মি‌উ‌নি‌টি সেন্টারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।</p> <p>তি‌নি আরো ব‌লেন, ‘৭ নভেম্বর বাংলাদেশের অগ্রগতি উন্নয়নের সূচনা। ৭ নভেম্বরকে মনেপ্রাণে ধারণা করতে হবে। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে এ দেশের মানুষ ভালোবাসে বলেই সিপাহি-জনতা বন্দিদশা থেকে মুক্ত করে ক্ষমতায় বসিয়েছিল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও দেশের কল্যাণ-অগ্রগতির জন্য।’</p> <p>বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (এসপিপি) সিলেট এ আলোচনাসভার আ‌য়োজন ক‌রে। এই অনুষ্ঠানে সভাপ‌তিত্ব ক‌রেন এসপিপি সিলেটের আহ্বায়ক ও পেশাজীবী নেতা ডা. শামীমুর রহমান। এসপিপির সিলেটের সদস্যসচিব অধ‌্যাপক ডা. শাহনেওয়াজ চৌধুরী ও আয়োজক কমিটির সদস্যসচিব অধ‌্যাপক ড. মো. মোজাম্মেল হকের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ‌্যাপক ড. ছিদ্দিকুল ইসলাম।</p> <p>আলোচনাসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সি‌টির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, ডা. নাজমুল ইসলাম, সিনিয়র আইনজীবী আশিক উদ্দিন, সাংবাদিক বদরুদ্দোজা বদর প্রমুখ।</p>