<p style="text-align:justify">নির্বাচন কমিশন গঠনে সরকারের উদ্যোগ ইতিবাচক হলেও বিতর্কিত পুরানো আইনে সার্চ কমিটি গঠন প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। </p> <p style="text-align:justify">তিনি বিস্ময় প্রকাশ করে বলেছেন, ‘নতুন নির্বাচন কমিশন গঠনে সরকার নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের যেমন কোনো মতামত নেয়নি, তেমনি রাজনৈতিক দলগুলোর সাথেও কোনো পরামর্শ করেনি।’</p> <p style="text-align:justify">আজ শুক্রবার রাজধানীর শেওড়াপাড়ায় আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। পার্টির শেওড়াপাডা আঞ্চলিক কমিটির সম্পাদক আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী ও আকবর খান, ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মীর রেজাউল আলম, মীরপুর অঞ্চলের সংগঠক জামিরুল রহমান ডালিম প্রমুখ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কাকরাইল ও তার আশপাশ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/01/1730469449-189032c2834ea2f61061f37654489514.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কাকরাইল ও তার আশপাশ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/11/01/1441583" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন রাজনৈতিক দলের সাথে সংলাপ না করলে কমিশনের সুপারিশগুলো কার্যকর হবে কি না- এমন প্রশ্ন উত্থাপন করে সাইফুল হক বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের উদ্যোগের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে। এই ট্রেন যাতে লাইনচ্যুত না হয় এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা খোল নলচে বদলানো ছাড়া অবাধ, গণতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তাই নির্বাচনী ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগ নিতে হবে।’</p> <p style="text-align:justify">সমাবেশে বহ্নিশিখা জামালী বলেন, ‘বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের কোনো সংস্কার পদক্ষেপ কার্যকর হবে না। ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান পরিবর্তনের যে সম্ভাবনা জাগিয়ে তুলেছে তাকে বাস্তবায়ন করতে হবে। বৈষম্যহীন রাষ্ট ও সমাজ গঠনের মধ্য দিয়েই অভ্যুত্থানের হাজারো শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।’</p>