<p style="text-align:justify">প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল ঘরে তুলতে না পারা বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় বসবাসকারী ৩০০ জুমিয়া পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।</p> <p style="text-align:justify">গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ইঞ্জিনচালিত বোট নিয়ে দিনভর উপজেলার তিন্দু ও রেমাক্রি ইউনিয়নের দুর্গম এলাকায় এসব খাদ্যশস্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে পৌঁছে দেন।</p> <p style="text-align:justify">পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার এসব উপহার পেয়ে খুশি এলাকাবাসী।</p> <p style="text-align:justify">খাদ্য সহায়তা বিতরণের সময় উপজেলা প্রশাসনের পক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পিআইও মো. মশফিজুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জমির উদ্দিন সরকার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা, রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা রনি এবং তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা উপস্থিত ছিলেন।<br />  </p>