<p>গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে লেবাননেও ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরো ৪৫ লেবানিজ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৬ স্বাস্থ্যকর্মীও রয়েছেন। শুক্রবার (১ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।</p> <p>ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার ভোর থেকে উত্তর গাজাজুড়ে একাধিক বিমান হামলায় অন্তত ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ভূখণ্ডজুড়ে অন্যান্য স্থানে আরো অন্তত ২০ জন নিহত হয়েছে। ওয়াফা রিপোর্ট করেছে, ৪৭ জনের মৃতদেহ দেইর এল-বালার আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।</p> <p>গাজার উত্তরে একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় চিকিৎসা সরবরাহে আগুন ধরে যায় বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। চিকিৎসা সূত্র আলজাজিরাকে জানায়, বৃহস্পতিবারের হামলায় নিহতদের বেশির ভাগই উত্তর গাজার বেসামরিক নাগরিক।</p> <p>ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ইসরায়েলি সেনাবাহিনীর মধ্য গাজার দেইর এল-বালাহ, নুসিরাত শরণার্থী শিবির এবং আজ-জাওয়াইদা এলাকায় গোলাবর্ষণে বেশে কয়েক জন আহত হয়েছে, যা শুক্রবার পর্যন্ত অব্যাহত ছিল। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। </p> <p>২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৮৬৫ জন নিহত এবং ১৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। </p> <p>সূত্র : আলজাজিরা</p>