<p>দুই দিন আগে ডিয়েগো ম্যারাডোনার জন্মদিন গেছে। বেঁচে থাকলে ৬৪তম জন্মদিন পালন করতেন আর্জেন্টাইন কিংবদন্তি। সেই সুযোগ আর হয়নি। ২০২০ সালের ২৫ নভেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।</p> <p>তবে কীর্তিতে বেঁচে আছেন ম্যারাডানো। ১৯৮৬ বিশ্বকাপে একাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া সেই কিংবদন্তিকে সকলের মাঝে ছড়িয়ে দিয়ে আরও বড় উদ্যোগ নিয়েছে তার পরিবার। তার নামে গতকাল ফাউন্ডেশন করার ঘোষণা দিয়েছেন তার সন্তানেরা। ‘এম১০ মেমোরিয়াল’ নামের ফাউন্ডেশনটি রাজধানী বুয়েনস এইরেসের পর্যটনকেন্দ্র পুয়ের্তো মাদেরায় প্রতিষ্ঠা করা হবে।</p> <p>‘এম১০ মেমোরিয়ালের’ ওয়েবসাইটের বিবৃতিতে জানানো হয়েছে, ফাইন্ডেশনটি ১০০০ বর্গমিটার আয়তন জুড়ে নির্মাণ করা হবে। সকলে ফ্রিতে ফাউন্ডেশনটিতে ঢুকতে পারবেন। ফাউন্ডেশনটিতে অনুদান দিলে ‘হেরিটেজ ওয়ালের’ সামনে ছবিও তুলতে পারবেন দর্শনার্থীরা। ফাউন্ডেশনটি ম্যারাডোনার সন্তানরাই পরিচালনা করবেন।</p> <p>ম্যারাডোনার স্মরণে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ফুটবল কিংবদন্তির মেয়ে দালমা বলেছেন, ‘বাবাকে মানুষের ভালোবাসার কাছাকাছি নিয়ে যেতে চাই আমরা। যারা তার জন্য ফুল নিয়ে আসতে চান তাদের সেই আকাঙ্ক্ষা পূরণের সুযোগ দিতে চাই।’ আগামী বছর দর্শনার্থীদের জন্য ফাউন্ডেশনটি খুলে দেওয়া হবে।</p>