<p>ভয়াবহ বন্যার কবলে পড়েছে স্পেন। আকস্মিক এই বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি তো হয়েছেই, মারা গেছেন এখন পর্যন্ত ১৫৮ জন। এমনটিই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।</p> <p>বন্যায় আক্রান্ত ব্যক্তিদের সহায়তা এবং রেড ক্রসের জন্য তহবিল গঠন করতে উদ্যোগ নিয়েছে লা লিগার ক্লাবগুলো। এ জন্যই ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ ম্যাচ স্থগিত করা হয়েছে।</p> <p>বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভ্যালেন্সিয়া প্রদেশ। স্পেনের পূর্বাঞ্চলের ক্লাব ভ্যালেন্সিয়া তাই বন্যার্তদের সহায়তার জন্য নিজেদের মাঠ মেস্তায়াকে ব্যবহার করতে দিয়েছে। এতে করে শুধু ভ্যালেন্সিয়া-রিয়াল নয়, ভিয়ারিয়াল-রায়ো ভায়েকানোর ম্যাচও স্থগিত করা হয়েছে। সঙ্গে দ্বিতীয় স্তরসহ মোট ১০টি ম্যাচ স্থগিত করা হয়েছে।</p> <p>বন্যার্তদের সহায়তায় রেড ক্রসকে ইতিমধ্যে এক মিলিয়ন ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে রিয়াল। তারা বিবৃতি লিখেছে, ‘রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন ও রেড ক্রস তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের, যারা খুব বাজে পরিস্থিতি পার করছে এবং তাদের সাহায্যের জন্য এক মিলিয়ন ইউরো দেবে রিয়াল।’ </p> <p>অন্যদিকে ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লা লিগা বিবৃতিতে লিখেছে, ‘ক্ষতিগ্রস্ত পরিবার এবং নিখোঁজদের প্রতি সহবেদনা ও শোক জানাচ্ছে স্পেনের পেশাদার ফুটবল।’</p>