<p>চুয়াডাঙ্গার জীবননগর থানা থেকে মাদক মামলার আসামি মনোয়ারা খাতুন (৩০) নামে এক নারীর পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে কৌশলে পালিয়ে যান তিনি।</p> <p>এ ঘটনায় জীবননগর থানার তিন পুলিশ সদস্যকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তারা হলেন- এসআই পবিত্র মণ্ডল, কনস্টেবল সোলাইমান হোসেন ও মিতা খাতুন। ঘটনাটি তদন্তের জন্য সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।</p> <p>সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বুধবার (৩০ অক্টোবর) সকালে গোয়ালপাড়া গ্রাম থেকে ৮৪ বোতল ফেনসিডিল ও একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ মনোয়ারা খাতুন ও তার সঙ্গী নাজমুল হুদাকে আটক করেন মহেশপুর ৫৮ বিজিবির গয়েশপুর বিওপির সদস্যরা। পরে ওই দিন দুপুরে তাকে মাদকদ্রব্য আইনে মামলাসহ জীবননগর থানা পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি। পালিয়ে যাওয়া আসামিকে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে আদালতে সোপর্দ করার কথা ছিল।</p> <p>গয়েশপুর বিওপির কমান্ডার সুবেদার মোস্তাফিজুর রহমান বলেন, ‘থানায় হস্তান্তর করা আমাদের আসামি পালিয়ে যাওয়ার ঘটনাটি শুনেছি। তবে কিভাবে পালিয়ে গেল সেটা থানা পুলিশ ভালো বলতে পারবে। আমরা যেহেতু থানায় হস্তান্তর করেছি, সেহেতু পুরো দায়ভার এখন পুলিশের।’</p> <p>জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘নারী আসামিদের নারী ও শিশু ডেস্কে রাখা হয়। সেখান থেকে গতকাল সকাল ৬টার দিকে শৌচাগারে যাওয়ার কথা জানিয়ে কৌশলে পালিয়ে যান মনোয়ারা। তাকে ধরার জন্য আমরা অভিযান শুরু করেছি।’</p> <p>পলাতক মনোয়ারা খাতুন মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শাহজাহান মণ্ডলের মেয়ে।</p>