<p>৬ ওভারের খেলায় চার-ছক্কার ফুলঝুরিই ছুটবে এটাই স্বাভাবিক। তবে হংকংয়ে জিসান আলম ও মোহাম্মদ সাইফউদ্দিন ব্যাটে এমন ঝড় তুলেছেন তাতে হংকং সিক্সেসে আজ রেকর্ড গড়েছে বাংলাদেশ। এবারের টুর্নামেন্টে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে।</p> <p>ওমানের বিপক্ষে ১৪৭ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। পরে অবশ্য অস্ট্রেলিয়াও ইংল্যান্ডের বিপক্ষে সমান ১৪৭ রান করেছে। এর আগের সর্বোচ্চ ছিল পাকিস্তানের। সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে ১২৮ রান করে তাড়া। বাংলাদেশের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৩ রানে অলআউট হয় ওমান। এতে করে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে অধিনায়ক সাইফউদ্দিনের দল। প্রতিপক্ষের বিপক্ষে ৩৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ।</p> <p>রেকর্ড গড়ার ম্যাচে ঝড়টা তুলেছেন জিসান আলম ও ইয়াসির আলি রাব্বি। বিশেষ করে জিসান। মাত্র ১২ বলে ৫৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন এই ওপেনার। ৮ ছক্কা ও ১ চারের তাণ্ডব চালানোর পর অবশ্য টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী থামতে হয় তাকে। কোনো ব্যাটার ফিফটি করার পর আর ব্যাটিং করতে পারবে না। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়।</p> <p>তিনে নেমে একইভাবে মাঠ ছেড়েছেন সাইফউদ্দিনও। খেলেছেন জিসানের মতোই সমান ৫৫ রানের টর্নেডো ইনিংস। বল ওই ১২টিই। তবে চার-ছক্কায় পার্থক্য ছিল। ৭ ছক্কার বিপরীতে ৩ চার হাঁকিয়েছেন তিনি। অন্যদিকে ৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৬ রানে অপরাজিত থাকেন ইয়াসিরও। বাংলাদেশ ম্যাচে কোনো উইকেট হারিয়ে ১৪৭ রান করে। </p> <p>প্রতিপক্ষ প্রথম পাঁচ ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করলেও কোনো লাভ হয়নি। লক্ষ্যটা বড় হওয়ায় ১১৩ রানে অলআউট হয়েছে ওমান। বাংলাদেশের হয়ে ১২ রানে ২ উইকেট নিয়েছেন জিসান। তবে ৩২ রানে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সাইফউদ্দিন।</p>