<p>তারুণ্যের কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের ৬২তম জন্মবার্ষিকী ছিল গতকাল ২২ নভেম্বর।‌ জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, কবিতায় বিপ্লব করেছেন রেজাউদ্দিন স্টালিন।</p> <p>গতকাল শুক্রবার সন্ধ্যায় সংস্কৃতি বিকাশ কেন্দ্রে পারফর্মিং আর্ট সেন্টার, অন্যধারা, মনন সাহিত্য আসর, কণ্ঠস্বর প্রকাশনী, প্রতিবিম্ব প্রকাশ, মহাকাল ও শব্দকুঠি সাহিত্য অঙ্গনের উদ্যোগে কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন উপলক্ষে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।</p> <p>অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন কবি রেজাউদ্দিন স্টালিন। পরে পাঠ ও আবৃত্তির মধ্য দিয়ে কবিকে শুভেচ্ছা জানান গুণমুগ্ধরা। বাবুই প্রকাশনী থেকে প্রকাশিত ‘রেজাউদ্দিন স্টালিন : অসম্ভবের যাত্রী’ বইটির মোড়ক উন্মোচন করা হয়।‌</p> <p>বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর, সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি, জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান, নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান ও ডাইনামিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হাসান।</p> <p>সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেন, কবিরা সব সময় মুক্তিকামী মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। যারা মানুষের পক্ষে দাঁড়ায়নি, তারা হারিয়ে গেছে। সংস্কৃতি বিকাশ কেন্দ্রের কর্ণধার অধ্যাপক লিয়াকত আলি বলেন, সবচেয়ে বড় বিপ্লব হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব।</p>