<p>ক্যারিয়ারের গোধূলি লগ্নে আসায় স্বাভাবিকভাবেই অবসর নিয়ে প্রশ্ন শুনতে হয় লিওনেল মেসিকে। তবে ৩৭ বছর বয়সী কিংবদন্তিকে অবসরের চেয়েও বেশি নাকি শুনতে হয় ২০২৬ বিশ্বকাপে তাকে দেখা যাবে কিনা।</p> <p>বিশ্বকাপ নিয়ে সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হওয়ার বিষয়টি স্বয়ং মেসিই জানিয়েছেন এক সাক্ষাৎকারে। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ৪৩৩ তে ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘সত্যটা আমি জানি না (২০২৬ বিশ্বকাপে খেলব কি না)। তবে অনেক প্রশ্ন শুনতে হয় এ নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনায়। এ বছর ভালোভাবে শেষ করে পরের বছরের প্রাক্‌–মৌসুম ভালোভাবে শুরু করতে চাই। গত বছর প্রচুর ভ্রমণের জন্য যা পারিনি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাফের গণ্ডি পেরিয়ে নতুন গন্তব্যে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/01/1730438737-2735ba9dc17fc1c5d1b79e7595e49789.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাফের গণ্ডি পেরিয়ে নতুন গন্তব্যে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/01/1441482" target="_blank"> </a></div> </div> <p>পরে পুরোনো কথাই আবার বলেছেন মেসি। শরীর ভালো অনুভব করলে চেষ্টা করবেন জানিয়ে ইন্টার মায়ামির অধিনায়ক বলেছেন, ‘কেমন করছি, কেমন অনুভব করছি, সেটা বোঝার চেষ্টা করব। ফুটবলে অনেক কিছুই হতে পারে। অনেক পথ বাকি আছে, এটা নিয়ে এখনই ভাবছি না। প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি, এর বাইরে ভবিষ্যৎ নিয়ে ভাবছি না।’</p> <p>বুটজোড়ার তুলে রাখার পর কোচিং পেশায় আশার ইচ্ছা নেই মেসির। সর্বশেষ বিশ্বকাপে আজন্ম স্বপ্ন পূরণ করা ‘এলএম টেন’ বলেছেন, ‘কোচ হতে চাই না, তবে এখনও নিশ্চিত নই যে ভবিষ্যতে কী করতে চাই। প্রতিদিন যা কিছু করি না কেন তার আগের বিষয়গুলোকে অনেক বেশি মূল্য দেই। তাই আমি শুধু খেলা, অনুশীলন এবং মজা করার নিয়ে চিন্তা করি।'</p>