<p>মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি, প্যাকেটের গায়ের চেয়ে অধিক দামে ওষুধ বিক্রি, নিয়ম না মেনে অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রির অভিযোগে সাত ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযানে চালিয়ে এই জরিমানা করা হয়।   </p> <p>উপজেলা সদরের দক্ষিণ গলিতে অবস্থিত মা ফার্মেসি, মদিনা মেডিক্যাল হল, সেবা ফার্মেসি, আফসার মেডিক্যাল হল, রওশনা আরা মেডিক্যাল হল, তাকওয়া ফার্মেসি, ইউসা ফার্মেসিকে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওষুধ বিক্রিতে সাবধানতা অবলম্বনের জন্য ফার্মেসিগুলোকে সতর্ক করা হয়।</p> <p>অভিযানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) ও নির্বাহী ম্যাজিস্টেট শ্যামল চন্দ্র বসাক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক ফোয়ারা পারভীনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। অভিযানের সময় অনেকে প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান। </p> <p>অভিযান শেষে শ্যামল বসাক জানান, অভিযানের সময় বেশির ভাগ ফার্মেসিতেই মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকতে দেখা যায়। এ ছাড়া অনেক ফার্মেসি অ্যান্টিবায়োটিক বিক্রিতে নিয়ম মান ছিল না। এসব কারণে সাতটি ফার্মেসিকে জরিমানা করা ও সতর্ক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।</p> <p>সম্প্রতি আশুগঞ্জের একটি ফার্মেসি থেকে নেওয়া মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফার্মেসি মালিককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।</p>