<p>সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠসদৃশ কণ্ঠের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিন মিনিট ১৭ সেকেন্ডের ফোনালাপটি নিয়ে রবিবার (২৭ অক্টোবর) রাত থেকে আলোচনায় শুরু হয়।</p> <p>নতুন এই ফোনালাপে শেখ হাসিনার কণ্ঠের মতো একজনকে বলতে শোনা গেছে, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তোমাদের বাড়িঘরে যারা আগুন লাগিয়ে দিয়েছে, তাদের বাড়িঘর নেই? সব কথা কি বলে দিতে হয়? বর্তমানে এই সরকারকে মানুষ ব্যর্থতার চোখে দেখছে।</p> <p>ফোনালাপে শেখ হাসিনাসদৃশ কণ্ঠে আরো বলতে শোনা যায়, ‘যারা এখন বেশি বাড়াবাড়ি করছে। দেখো, ডিসেম্বর পর্যন্ত ওই শত্রুরা টিকে কি না। কাউকে পালাতেও দেওয়া হবে না।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/28/1730120768-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/28/1440120" target="_blank"> </a></div> </div> <p>আজ সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অডিও রেকর্ড না দেখে, শুনে বলতে পারব না। ডিপ ফেকের মাধ্যমে অনেক সময় কণ্ঠ নকল করা যায়।’</p> <p>রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে তিনি বলেন, আপনারা জানেন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি।</p> <p>এ ছাড়া রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান কথা বলেছেন। রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে রাষ্ট্রপতি ইস্যু সমাধান করা হবে।</p>