<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে সাফাই গাওয়ার প্রশ্নই আসে না। আমাদের জীবনের বিনিময়ে হলেও এটা করতে দেব না।</p> <p>শ‌নিবার (২৩ নভেম্বর) ব‌রিশাল শিল্পকলা একাডেমি মিলনায়ত‌নে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্টা‌নে প্রধান অথিতির বক্ত‌ব্যে এ কথা ব‌লেন তিনি।</p> <p>সারজিস আলম আরো বলেন, হাসিনা সারাজীবন ১৯৭৫ সালের গল্প বলে ক্ষমতাকে সবসময় সুদৃঢ় করার চেষ্টা করেছেন। এখন তিনি দুই হাজার মানুষকে কীভাবে খুন করলেন। তিনি যদি দরদ বোঝেন তাহলে এ খুনগুলো কীভাবে করতে পারেন? যে রাজনৈতিক প্লাটফর্মকে সামনে রেখে তারা এ কাজ করেছেন তাদের এই দেশে কোনো অধিকারই নেই। </p> <p>তিনি বলেন, অনেক বোন আছে যাদের বিয়ের কয়েকদিন পর স্বামী হারিয়েছেন। তাদের সারাজীবন কীভাবে কাটবে? অনেক নবজাতক পৃথিবীতে আসার আগে তার বাবাকে হারিয়েছে। যে জানতই না কোনোদিন তার বাবা তাকে কোলে নিতে পারবেন না। ওর কী দোষ ছিল?</p> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, 'আমাদের জায়গা থেকে সব ভুলে যাই, ওই ষোল বছর ভুলে গেছি, ওই ৩৬ দিন ভুলে গেছি, এখন আমরা নতুন কিছু নিয়ে আছি। কিন্তু এই জবাব হাসিনাকে দিতে হবে, খুনি হাসিনার দোসরদের জবাব দিতে হবে। আর এই বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত একটি যৌক্তিক বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে তাদের পুনর্বাসনের কথা যারা বলে আমরা মনে করি হাসিনার মতো তারা আরেক ধরনের ক্ষমতা পিপাসু।' </p> <p>তিনি বলেন, 'যার চলে গেছে সেই বুঝে। আমরা অনেকে কিছু করতে পারি, অর্থ সহযোগিতা করতে পারি, চাকরির ব্যবস্থা করতে পারি, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, সম্মানী ভাতা দিতে পারলেও ওই মানুষটাকে কোনোদিনও ফিরিয়ে দেওয়া সম্ভব না, এই ক্ষত কোনোদিনও পূরণ করা সম্ভব নয়। হাসিনা এবং তাদের দোসরদেরকে এর জবাব দিতে হবে।'</p>