<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। </p> <p>১৯৩ সদস্যবিশিষ্ট কুমিল্লা মহানগরের এই আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৪-১৫ ব্যাচের শিক্ষার্থী আবু রায়হান এবং সদস্যসচিব হিসেবে আইসিটি বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ রাশেদুল ইসলাম। </p> <p>এ ছাড়া মুখ্য সংগঠক হিসেবে আছেন ৫ নম্বর ওয়ার্ডের মুস্তফা জিহান এবং মুখপাত্র হিসেবে ৮ নম্বর ওয়ার্ডের জাবেদ আহমেদ ভূঁইয়া। তা ছাড়া এই কমিটিতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৭ জনকে যুগ্ম সদস্যসচিব, ২৮ জনকে সংগঠক এবং ১৩৩ জনকে সদস্য করা হয়েছে। </p> <p>এই আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। </p>