<p style="text-align:justify">সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ৫৬ লাখের বেশি অনুসারী এজাজ খানের। তবে ভারতের মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে তিনি ভোট পেয়েছেন ১০৩টি। অথচ, জনপ্রিয় টিভি শো ‘বিগ বস’ প্রতিযোগী এজাজ খানের ফ্যানে পেজেও অনুসারীর সংখ্যা কয়েক লাখ। তার ফেসবুক পেজেও অনুসারীর সংখ্যা ৪১ লাখের বেশি।</p> <p style="text-align:justify">মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভারসোভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এজাজ খান। এখন পর্যন্ত মাত্র ১০৩টি ভোট পেয়েছেন তিনি। হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, এজাজ খানের পরিবারের সদস্য সংখ্যা সত্তরের বেশি।</p> <p style="text-align:justify">নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, ভারসোভা আসনে ৪৬ হাজার ৬১৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন শিবসেনা ইউবিটি প্রার্থী হারুন খান। একই আসনে ৭৪৭ জন ভোটার না ভোট বেছে নিয়েছেন। সেখানে এজাজ পেয়েছেন মাত্র ১০৩টি ভোট। এই কেন্দ্রে ভোট পড়েছিল ৫১.২ শতাংশ।</p> <p style="text-align:justify">এ ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।</p> <p style="text-align:justify">কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ভারসোভা আসন থেকে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজাদ সমাজ পার্টির (কাঁসিরাম) মনোনয়ন পেয়ে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এজাজ খান।</p> <p style="text-align:justify">গুজরাটের আহমেদাবাদে জন্ম এজাজের। ২০০৩ সালের ‘পথ’ সিনেমার হাত ধরে ক্যারিয়ার শুরু তার। বেশকিছু ধারাবাহিকে দেখা গেছে তাকে। রিয়েলিটি শো বলিউড ক্লাবেও কাজ করেছেন। বিগ বস-৭-এর প্রতিযোগী ছিলেন এজাজ খান।</p> <p style="text-align:justify">২০২১ সালে মাদককাণ্ডে গ্রেপ্তার করা হয় এজাজকে। মুম্বাই বিমানবন্দর থেকে এজাজ খানকে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সে সময় এজাজের কাছ থেকে বেশকিছু অ্যালপ্রোজাল ট্যাবলেট পাওয়া যায়, যা বাজারে নিষিদ্ধ। প্রায় দু-বছর জএল থাকার পর গত বছর মুক্তি পান এই অভিনেতা।</p>