<p>কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ।</p> <p>আজ শনিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের গণভবন পরিদর্শন নিয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।</p> <p>আবুল কালাম আজাদ বলেন, সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চট্টগ্রাম মেডিক্যালে ৭৫ শিক্ষার্থী বহিষ্কার, বেশির ভাগই ছাত্রলীগকর্মী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/28/1730116107-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চট্টগ্রাম মেডিক্যালে ৭৫ শিক্ষার্থী বহিষ্কার, বেশির ভাগই ছাত্রলীগকর্মী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/28/1440098" target="_blank"> </a></div> </div> <p>গণভবনকে জাদুঘর করার পাশাপাশি আয়নাঘরের একটা রেপ্লিকাও এখানে করা হবে বলে জানিয়েছেন তিনি।</p> <p>রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান কথা বলেছেন। রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে রাষ্ট্রপতি ইস্যু সমাধান করা হবে।</p>