<p style="text-align:justify">মাহবুব আলম এবং মাহমুদা আক্তার দম্পতি। বিয়ের ১০ বছর অতিবাহিত হলেও তাদের কোনো সন্তান হচ্ছিল না। অনেক সাধনা ও চিকিৎসার পর তাদের কোলজুড়ে একটি কন্যাসন্তান জন্ম নেয়। আদরের সন্তানটির নাম রাখেন মালিহা। মালিহাকে নিয়ে তাদের অনেক স্বপ্ন ছিল। আকস্মিক একটি ঝড় এসে তাদের সেই স্বপ্নকে ভেঙে চুরমার করে দিল। সব স্বপ্ন যেন নিমিষেই তলিয়ে গেল পানিতে।</p> <p style="text-align:justify">কুমিল্লার লাকসামে পানিতে ডুবে মারা যায় দেড় বছরের শিশু মালিহা। সোমবার (২৮ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সিংজোড় গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।</p> <p style="text-align:justify">নিহত শিশু মালিহা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেতিহাটি গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মো. মাহবুব আলমের মেয়ে। মাহবুবুল আলমের স্ত্রী মাহমুদা আক্তার স্বামী প্রবাসে থাকার কারণে একমাত্র শিশুসন্তান মালিহাকে নিয়ে বাবারবাড়ি সিংজোড় গ্রামে থাকেন।</p> <p style="text-align:justify">নিহত শিশুর স্বজনদের সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে মালিহা নানার বাড়িতে ঘরের সামনে বসে বিস্কুট খাচ্ছিল এবং খেলা করছিল। মা ঘরের ভেতর সাংসারিক কাজে ব্যস্ত। নানা গোসলখানায় গোসল করছিলেন। কোনো এক ফাঁকে শিশু মালিহা সবার অজান্তে ঘর থেকে বেরিয়ে যায়। হঠাৎ তাকে না দেখে সবাই খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশেই পুকুর থেকে স্বজনরা শিশু মালিহার নিথর দেহ উদ্ধার করে। তাৎক্ষণিক স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p style="text-align:justify">নিহত শিশু মালিহার চাচী ফাহিমা বেগম জানান, বিয়ের ১০ বছর পর আল্লাহর কৃপায় প্রথম কন্যাসন্তানের মা হন তার জা মাহমুদা আক্তার। এদিকে একমাত্র শিশুসন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা মাহমুদা। বাবা মাহবুব আলম প্রবাস থেকে একমাত্র সন্তানের মৃত্যু সংবাদ শোনার পর কান্নায় ভেঙে পড়েন এবং বারবার মূর্ছা যান।</p>