<p>ভোলার তজুমদ্দিন উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই বোনসহ তিন কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সোনাপুর ইউনিয়নের ধনু হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।  </p> <p>নিহতরা হলো মিম আক্তার (১০), মারজিয়া বেগম (৭) ও রাফিয়া আক্তার (৮)। মিম আক্তার ও মারজিয়া বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রবাসী মো. হোসেনের মেয়ে ও রাফিয়া আক্তার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রবাসী মো. মোর্শেদ মিয়ার ছেলে। চার দিন আগে মিম ও মারজিয়া নানাবাড়িতে বেড়াতে যায়।</p> <p>নিহত শিশুদের পরিবার সূত্র জানায়, সোমবার দুপুরের দিকে মিম, মারজিয়া ও রাফিয়া আক্তার বাড়ির পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে। কোথাও খুঁজে না পেয়ে বাড়ির পুকুরের ঘাটলায় গিয়ে তাদের জামাকাপর পরে থাকতে দেখে। এরপর পরিবারের সন্দেহ হলে তারা পুকুরে মাছ ধরার জাল দিয়ে খুঁজতে থাকে। পরে জালে একে একে তিন শিশুর মরদেহ ভেসে ওঠে। পরে তাদেরকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।</p> <p>তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।</p>