<p>ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ার পর অটোরিকশাচালকরা রাজধানীজুড়ে অবস্থান নিয়ে ব্যাপক তাণ্ডবের সৃষ্টি করেছেন। গত ১৯ নভেম্বর (মঙ্গলবার) ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এ আদেশে বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন অটোরিকশাচালকরা। সড়ক অবরোধ করে তারা আন্দোলন করছেন। ফলে বন্ধ হয়ে গেছে যান চলাচল। তাতে ভোগান্তিতে পড়েছে মানুষজন।</p> <p>বৃহস্পতিবার সকাল থেকে আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, মোহাম্মদপুর, পল্লবী, ডেমরা এলাকায় অটোরিকশাচালকরা সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। মহাখালীতে ট্রেনলাইনে রিকশা রেখে অবরোধ কর্মসূচি পালন করায় রাজধানীর সঙ্গে সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।</p> <p>এদিকে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও চলমান এই সহিংসতা নিয়ে কথা বলেছেন অভিনেতা নিলয় আলমগীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘অটোরিকশা ইমপোর্ট করে দেশে এনে আবার বন্ধ করা হচ্ছে। ইমপোর্ট করার পারমিশন দেয় কে আর বন্ধ করার পারমিশন দেয় কে? অটোরিকশাকে নিয়ে কেন এই ছিনিমিনি খেলা!’</p> <p>নিলয় আলমগীরের দেওয়া এই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনুরাগীদের মধ্যে। কারো মতে, বিকল্প কর্মসংস্থান তৈরি না করে অটোরিকশা বন্ধ করা উচিত নয়। এতে করে লাখ লাখ মানুষ বেকার হয়ে যাবে। কেউ কেউ আবার অটোরিকশা বন্ধের এই আদেশকে সমর্থনও করছেন।</p> <p>এর আগে গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুলও জারি করেন আদালত। গত ১৯ নভেম্বর (মঙ্গলবার) ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আদালতের ওই নির্দেশনার পর পরের দিন বুধবার (২০ নভেম্বর) রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রিকশাচালকরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে রিকশাচালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীজুড়ে বিক্ষোভে নামেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।</p>