<p>বিশ্বের সবচেয়ে লম্বা ও সবচেয়ে খাটো নারী লন্ডনে একসঙ্গে বসে বিকালের চা পান করেছেন। গত ১৩ নভেম্বর ছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দিবস। দিনটি স্মরণে রাখতে এই আয়োজন করা হয়েছিল যুক্তরাজ্যের লন্ডনে। </p> <p>ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে খাটো নারী জ্যোতি আমগে ও সবচেয়ে লম্বা নারী রুমেইশা গেলগিকে একত্র করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। তারা বিকেলে বসে দ্য সেভয় হোটেলে চা পান করেন।</p> <p>গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বলছে, তুরস্কের রুমেইশা গেলগি ৭ ফুট দশমিক ৭ ইঞ্চি লম্বা। আর জ্যোতির উচ্চতা ২ ফুট দশমিক ৭ ইঞ্চি। দুইজনের মধ্যে উচ্চতার পার্থক্য ৫ ফুট। তারা বিকেলে চা পানের পর সকালে একসঙ্গে নাস্তাও করেছেন। একান্তে আলাপের সুযোগ পেয়ে নিজেদের গল্পগুলো শেয়ার করেছেন।</p> <p>এক বিরল রোগ উইভার সিনড্রোমের কারণে গেলগির এই বিশাল উচ্চতা। তার আগে মাত্র ২৬ জন মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন বলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে। অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তুরস্কের গেলগি বলেন, ‘জ্যোতির সঙ্গে এই প্রথম দেখা হলো আমার। খুব ভালো লাগছে। তিনি দারুণ এক নারী। অনেকদিন ধরেই তার সঙ্গে দেখা করার ইচ্ছা আমার।’</p> <p><iframe frameborder="0" height="390" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://twitter.com/GWR/status/1859482878264082862" width="390"></iframe></p> <p>তিনি আরো বলেন, 'আমাদের মধ্যে অনেক মিল আছে। আমরা দুইজনই মেকআপ করতে এবং নিজের যত্ন নিতে ভালবাসি।' উচ্চতার পার্থক্যের জন্য একটু সমস্যা হলেও, সব মিলিয়ে এটি একটি দারুণ অভিজ্ঞতা ছিল বলে তিনি জানান।</p> <p>অন্যদিকে জ্যোতি বলেন, ‘এমনিতে আমি আমার চেয়ে লম্বা মানুষদের দেখে অভ্যস্ত। তবে এবার দেখা হলো সবচেয়ে লম্বা নারীর সঙ্গে। দেখা হয়ে ভালো লাগছে।’</p> <p>ভারতে জন্ম নেওয়া জ্যোতি  অ্যাকন্ড্রোপ্লাসিয়া নামের একটি জটিল রোগে আক্রান্ত। যার ফলে তার হাড়ের বৃদ্ধি থেমে যায়। এই রোগ সাধারণ হাতে ও পায়ে সংক্রমিত হয়।</p> <p>সূত্র : বিবিসি</p>