<p style="text-align:justify">ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই বলে সম্প্রতি মন্তব্য করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। সেই মন্তব্যকে ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মহল থেকে রাষ্ট্রপতির অপসারণের দাবি ওঠে। বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ তৈরি হয়। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে অপসারণের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত চায় অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের পক্ষ থেকে গতকাল রবিবার বলা হয়েছে, রাষ্ট্রপতির অপসারণ অনেক বড় একটি সিদ্ধান্ত। এটি নিয়ে তাড়াহুড়ার যেমন সুযোগ নেই, আবার বেশি দেরি করারও সুযোগ নেই। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="রাষ্ট্রপতির অপসারণ নিয়ে যা জানালেন রিজওয়ানা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730018593-5ec84f34bf198628105ea92fe09405d4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">রাষ্ট্রপতির অপসারণ নিয়ে যা জানালেন রিজওয়ানা</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/27/1439697" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে সরানোর পক্ষে ঐকমত্য তৈরির জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গতকাল তারা ১২ দলীয় জোট ও গণ-অধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করে। গত শনিবার বৈঠক হয় বিএনপির নেতাদের সঙ্গে। গত শুক্রবার আলোচনা হয় জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে। এসব দলের মধ্যে শুধু বিএনপি এখনো একমত হয়নি।</p> <p style="text-align:justify">রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে অপসারণ ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারকে হঠকারী কোনো সিদ্ধান্ত না নেওয়ার আবারও আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের ফসল ঘরে তোলার জন্য বাংলাদেশের বিপ্লবকে যদি সংহত করতে হয়, তাহলে হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="রাষ্ট্রপতি ইস্যুতে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না : ফখরুল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730011310-467ee1174284ff0c2b569e8efba21445.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">রাষ্ট্রপতি ইস্যুতে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না : ফখরুল</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/27/1439663" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">রাষ্ট্রপতির পদত্যাগ দাবি— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আন্দোলন করছে, শনিবার আপনাদের সঙ্গে তাদের বৈঠক হয়েছে, রাষ্ট্রপতির অপসারণ প্রশ্নে আপনাদের অবস্থান কী—এ প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির অবস্থান তো আমরা এভাবে দেব না; আমাদের ফোরাম আছে, সেই ফোরামের মিটিং হবে, সেখানে আলোচনা করে আমাদের অবস্থান আমরা পরিষ্কার করব।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘কোনো রকম হঠকারী পদক্ষেপ না নিয়ে সাংবিধানিক প্রক্রিয়ায় সব কাজ করা প্রয়োজন বলে আমরা মনে করি।’</p> <p style="text-align:justify">এদিকে রাষ্ট্রপতিকে অপসারণ ইস্যুতে বিএনপির সিদ্ধান্তকে অনুসরণ করবে ১২ দলীয় জোট। গতকাল রবিবার বিকেলে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে  জোটের পক্ষে বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘বৈঠকে রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনকে অপসারণ ও প্রক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক কিভাবে গঠন করা যায় তা নিয়েই মূলত জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাঁদের বক্তব্য তুলে ধরেছেন। আমরা বলেছি, ফ্যাসিস্ট হাসিনা সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিষয়ে আমাদের তাঁর প্রতি কোনো সহানুভূতি নেই। বিএনপি আমাদের প্রধান মিত্র; তাদের সিদ্ধান্তকেই আমরা অনুসরণ করব।’ </p>