<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়ায় দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে ফরিদা ইয়াসমিন ছৈয়দা (৩৩) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মধ্যরাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহত নারী কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকার মৃত ছৈয়দ আহমদের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. রাশেদ কামাল। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ে অবস্থানরত একটি সন্ত্রাসী গ্রুপ এলাকার দখল নিতে গভীর রাতে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় স্থানীয় দলিলের বাপের ঘরের বেড়া ভেদ করে একটি গুলি ছৈয়দার গায়ে লাগে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত ছৈয়দার ভাই ফরিদুল আলম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী সন্ত্রাসী রশিদের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন লোক অস্ত্র নিয়ে এসে গুলি করে। এতে আমার বোন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আমার বোন প্রতিবন্ধী ছিল।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি এই ঘটনার সুষ্ঠু বিচারসহ সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>