<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত হওয়ার জেরে বিক্ষুব্ধ সহকর্মীরা সড়ক অবরোধ করেন। এতে বিভিন্ন রুটে যানবাহন চলাচল গভীর রাত পর্যন্ত বন্ধ থাকে। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল-কুয়াকাটা সড়কে বিশ্ববিদ্যালয়ের ভোলার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মাইশা ফৌজিয়া মিম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে বাসচালককে গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে আবারও বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ৪৮ ঘণ্টার মধ্যে বাসচালককে গ্রেপ্তারে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা দুপুরে অবরোধ তুলে নেন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে নিহত মাইশার জানাজার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতক্ষদর্শীরা জানায়, রাত সা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ড়ে ৯টার দিকে মাইশা মহাসড়ক পার হওয়ার সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জ ট্রাভেলস নামের একটি বাস চাপা দেয়। তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরে শিক্ষার্থীরা বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যান। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় বিচারের দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও এবং মিছিল বের করেন তাঁরা।</span></span></span></span></p>