<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি-ফেনী সড়কের রামগড়ে পিকেটাররা টায়ার জ্বালিয়ে সড়কে অবরোধ করেন। এ ছাড়া জেলার দীঘিনালা-বাবুছড়া সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ পালন করেন তাঁরা। জেলার পানছড়িতে গত বুধবার সংগঠনের তিন কর্মীকে হত্যার প্রতিবাদে ইউপিডিএফ সকাল-সন্ধ্যা অবরোধ ডেকেছিল।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবরোধের কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল। আন্তঃজেলা ও অভ্যন্তরীণ সড়কেও গাড়ি চলেনি। তবে শহর, শহরতলিতে হালকা যান চলাচল করতে দেখা যায়। এ ছাড়া ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নৈশ বাসগুলো পুলিশি প্রহরায় খাগড়াছড়িতে প্রবেশ করে। পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।</span></span></span></span></p>