<p>পাকিস্তানে বোমা বিস্ফোরণে পাঁচ শিশুসহ সাতজন নিহত হয়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার (১ নভেম্বর) অশান্ত দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় এ হামলার ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ কর্মকর্তাদের বহনকারী গাড়ির কাছে থাকা একটি মোটরসাইকেলের সঙ্গে সংযুক্ত শক্তিশালী বোমা বিস্ফোরণে আশপাশের পাঁচ শিশুসহ সাতজন নিহত হয়।</p> <p>স্থানীয় পুলিশ প্রধান ফতেহ মোহাম্মদ বলেছেন, বোমা বিস্ফোরণের সময় স্কুলছাত্রীদের বহনকারী একটি মোটরচালিত রিকশা কাছাকাছি ছিল, যার ফলে ওই পাঁচ শিশু নিহত হয়। এ ছাড়া একজন পুলিশ কর্মকর্তা এবং একজন পথচারীও নিহত হয়েছেন।</p> <p>তাৎক্ষণিকভাবে কেউই এই হামলার দায় স্বীকার করেনি, তবে সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা বাহিনী ও বেসামরিকদের ওপর হামলাকারী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে সন্দেহ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি উভয়েই এ বোমা হামলার নিন্দা করেছেন এবং দেশ থেকে বিদ্রোহীদের নির্মূল না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।</p> <p>বেলুচিস্তানে দীর্ঘস্থায়ী ধরে বিদ্রোহ চলছে। সেখানে একটি বিচ্ছিন্নতাবাদী দল প্রধানত নিরাপত্তা বাহিনী লক্ষ্য করে হামলা চালায়। বেলুচ লিবারেশন আর্মিসহ দলগুলো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্বাধীনতা দাবি করে আসছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারতের কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/01/1730454876-bb0539e38a0bbccfd78c345448c2f33e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারতের কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/01/1441532" target="_blank"> </a></div> </div> <p>বিএলএ বিদেশিদের ওপরও হামলা করেছে। গত মাসে তারা একটি বোমা হামলার দায় স্বীকার করেছে। ওই বোমা হামলায় দক্ষিণাঞ্চলীয় শহর করাচির একটি বিমানবন্দরের বাইরে দুই চীনা নাগরিক নিহত এবং আটজন আহত হয়। বেইজিংয়ের বহু বিলিয়ন ডলারের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে হাজার হাজার চীনা শ্রমিক পাকিস্তানে রয়েছে, যারা বড় অবকাঠামো প্রকল্প নির্মাণের কাজ করছে।</p> <p>সূত্র : এপি</p>