<p style="text-align:justify">চট্টগ্রামে সাঙ্গু নদীর মোহনায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৫ চোরকে আটক হয়েছে কোস্ট গার্ড। শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।</p> <p style="text-align:justify">তিনি বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে আনোয়ারা থানাধীন জুইদন্ডি খাল থেকে ছিঁচকে চোরের ১ টি গ্রুপ ইঞ্জিন চালিত সাম্পান যোগে সাঙ্গু নদীর মোহনায় অবস্থানরত কন্টেইনার বহনকারী চীনা পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে চুরি করবে বলে তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিসিজি স্টেশন সাঙ্গু কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইমামদের আত্মনির্ভরশীল হতে হবে : ধর্ম উপদেষ্টা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/01/1730461713-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইমামদের আত্মনির্ভরশীল হতে হবে : ধর্ম উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/01/1441557" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">‘এ সময়, কোস্ট গার্ড সদস্যরা সাঙ্গু নদীর মোহনা থেকে রায়পুর ইউনিয়নস্থ দোভাষীর হাট এলাকার ছিঁচকে চুরির অন্যতম নেতা বাচ্চু মিয়া গ্রুপের ১ টি কাঠের সাম্পান বোটসহ ৫ চোরকে আটক করে।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘জব্দকৃত মালামাল ও আটককৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।’</p>