<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সারা দেশের আবহাওয়া আগামী তিন দিন শুষ্ক থাকার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এ সময় ধারাবাহিকভাবে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়াবিদদের মতে, রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য কমে এসে বাড়তে পারে শীতের অনুভূতি। এ সময় দেশের উত্তরাঞ্চলে শীতের আধিক্য দেখা দিলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তা কিছুটা কম অনুভূত হতে পারে। গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সন্দ্বীপে, ৩৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১৭.৯ ডিগ্রি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবর দিনের তাপমাত্রা কিছুটা অপরিবর্তিত থাকলেও শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাত ও দিনের তাপমাত্রা ধারাবাহিকভাবে কমতে পারে। পরবর্তী পাঁচ দিনেও রাত ও দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি মাসের শুরু থেকেই শীতের আমেজ শুরু হয়েছে। নদীর অববাহিকাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাচ্ছে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ এলাকায় কুয়াশার দেখা মিলছে। চলতি মাসের শেষের দিকে উত্তরাঞ্চলে শীতের অনুভূতি বাড়লেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগে এই আমেজ পাওয়া</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> যাবে ডিসেম্বর মাস থেকে।</span></span></span></span></span></p>