<p>ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ১০০তম দিন আগামী ১৫ নভেম্বর। এই দিন উপলক্ষে নতুন কর্মসূচি গ্রহণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।</p> <p>বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে আয়োজিত এক সভায় এই কর্মসূচি গ্রহণ করা হয়। কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। </p> <p>আব্দুল কাদের বলেন, আগামী ১৫ তারিখ ছাত্র-আন্দোলনের ১০০তম দিন পূর্ণ হবে। ১০০তম দিন উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেন্ট্রাল বডি ঢাকায় আহত যারা আছে তাদের হাসপাতালে গিয়ে খোঁজখবর নেবে, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকার মতবিনিময় পরামর্শ করবে। একই সঙ্গে জেলা পর্যায়ে যারা আছে জেলা প্রতিনিধি তারা যারা শহীদ পরিবার আছে তাদের সঙ্গে সাক্ষাৎ করবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চূড়ান্ত বিপ্লব ডাকের হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731507294-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চূড়ান্ত বিপ্লব ডাকের হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/13/1446260" target="_blank"> </a></div> </div> <p>সভায় আলোচনার বিষয় নিয়ে তিনি বলেন, আজকের আলোচনায় তিনটি বিষয় নিয়ে কথা হয়েছে। প্রথমত, একটি নির্বাহী কমিটি গঠন করা হবে। অর্গানোগ্রাম চারজনের বাহিরে একটি নির্বাহী কমিটি থাকবে। নির্বাহী কমিটি এই সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। এতে ২০ থেকে ২২ জন থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সাত কলেজের প্রতিনিধিসহ জেলা পর্যায় থেকে দু-একজন করে প্রতিনিধি নিয়ে নির্বাহী কমিটি গঠিত হবে। সেটি এই সপ্তাহের মধ্যে গঠিত হবে। </p> <p>আরেকটি বিষয় হচ্ছে এখানে অর্গানাইজিং টিম থাকবে। মানে সেলভিত্তিক ভাগ করে কাজ করা হবে। কে কোন সেলে থাকবে, সাংগঠনিক কী দায়িত্ব পালন করবে সব এখানে থাকবে। সেলটা এই মাসের মধ্যে গঠন করা হবে। তৃতীয় বিষয় হচ্ছে কমিটি বর্ধিতকরণ। যে অর্গানোগ্রাম করা হয়েছে সেটা বর্ধিত করা হবে এ মাসের মধ্যে।</p>