<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সভায় তিনটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাহী কমিটি করতে যাচ্ছে তারা। এ ছাড়া ‘অর্গানাইজিং টিম’ গঠন করে দায়িত্ব ভাগ করে নেবেন সমন্বয়করা।</p> <p>বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে আয়োজিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।</p> <p>সিদ্ধান্তগুলোর বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের।</p> <p>সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যে একটি নির্বাহী কমিটি গঠন করা হবে। আহ্বায়ক কমিটির বাহিরে এই কমিটি করা হবে। এ কমিটিতে ২০ থেকে ২২ জন থাকবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চূড়ান্ত বিপ্লব ডাকের হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731507294-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চূড়ান্ত বিপ্লব ডাকের হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/13/1446260" target="_blank"> </a></div> </div> <p>আব্দুল কাদের জানান, কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সাত কলেজ এবং জেলা পর্যায় থেকে দু-একজন করে প্রতিনিধি থাকবে।</p> <p>তিনি আরো বলেন, এ ছাড়া একটি ‘অর্গানাইজিং টিম’ থাকবে। মানে সেলভিত্তিক ভাগ করে কাজ করা হবে। কে কোন সেলে থাকবে, সাংগঠনিক কী দায়িত্ব পালন করবে সব এখানে থাকবে। সেলটা এই মাসের মধ্যে গঠন করা হবে।</p> <p>তৃতীয় বিষয় হচ্ছে, কমিটি বর্ধিতকরণ। যে অর্গানোগ্রাম করা হয়েছে সেটা বর্ধিত করা হবে এ মাসের মধ্যে।</p> <p>এদিকে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ১০০তম দিন আগামী ১৫ নভেম্বর। এই দিন উপলক্ষে নতুন কর্মসূচি গ্রহণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘বাটপার’ স্লোগানটি নাহিদের উদ্দেশে দেননি শিক্ষার্থীরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731499753-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘বাটপার’ স্লোগানটি নাহিদের উদ্দেশে দেননি শিক্ষার্থীরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/13/1446222" target="_blank"> </a></div> </div> <p>সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১০০তম দিন উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেন্ট্রাল বডি ঢাকায় আহত যারা আছে তাদের হাসপাতালে গিয়ে খোঁজ খবর নেবে, শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকার মতবিনিময় পরামর্শ করবে। একই সাথে জেলা পর্যায়ে যারা আছে জেলা প্রতিনিধি তারা যারা শহীদ পরিবার আছে তাদের সাথে সাক্ষাৎ করবে।</p>