<p>যৌন হয়রানির অভিযোগে নাটোরের হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদ মৃধাকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) ওই শিক্ষকের বিচারের দাবিতে অভিভাবক ও শিক্ষার্থীরা নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করলে তাকে আটক করা হয়।</p> <p>অবরোধকারীরা জানান, প্রধান শিক্ষক অহিদ মৃধা দীর্ঘদিন ধরে ক্লাসরুমে ও শিক্ষকদের রুমে নিয়ে শিশুদের যৌন হয়রানি করেন। বিষয়টি শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের জানায়। এরই প্রেক্ষিতে অভিভাবক ও শিক্ষার্থীরা ওই শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের দুই পাশে যানজট লেগে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে ওই শিক্ষককে আটক করলে অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থী ও অভিভাবকরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/11/1731275025-68a742c8f69218e8fc21afbc3491db9c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/11/1445254" target="_blank"> </a></div> </div> <p>নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) বলেন, ‘এলাকাবাসী ও অভিভাবকরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদেরকে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। আমরা সেগুলো খতিয়ে দেখব এবং সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’</p>